কুরআন হাদীসের কথা, মার্চ ২০২২
“এই ছেলে, তোমার নাম কি ?” চশমাটা ঠিক করে হেড স্যার ক্লাসে নতুন আসা ছাত্রটিকে বললেন। ছেলেটি হেডস্যারের
কথায় দাঁড়িয়ে বললো, ”আমার নাম নান্টু।” ছাত্ররা এই নাম শুনে একজনের দিকে আরেকজন চাওয়া-চাওয়ি করতে লাগলো। এটা আবার
কেমন নাম রে বাবা! হেডস্যার তাকে বললেন, তোমার বাবা কি করেন? সে দুঃখ-ভারাক্রান্ত গলায় বললো, তিনি আমাকে আর আম্মুকে ছেড়ে চলে গেছেন।
এখন ঢাকার কাওরানবাজার এলাকায় ব্যবসা করেন। হেডস্যার তাকে আর কিছু বললেন না। সে
নিজের মত করে ক্লাস করতে লাগলো। ক্লাসের টিফিন পিরিয়ডে সে দেখলো সবাই তাকে খানিকটা এড়িয়ে চলছে। সে একজনের সাথে পরিচিত হতে গেলো, অমনি সে আসতাগফিরুল্লাহ! আসতাগফিরুল্লাহ!! বলে সটকে পড়লো। সে বুঝতে পারছে না, সবাই তার সাথে কথা বলতে বা পরিচিত হতে চাচ্ছে না কেন? নান্টু সেদিনকার মত ক্লাস শেষ করলো। কিন্তু সে সহপাঠিদের এহেন ব্যবহারে খুবই
কষ্ট পায়। তাই সে স্কুল শেষে মাঠের এককোণে বসে আছে। তার হাতে একটা তিন গোয়েন্দা সিরিজের সদ্য
প্রকাশিত বই। গতকাল পাড়ার লাইব্রেরী থেকে কিনেছে সে। স্কুলের সবাই চলে যাওয়ার পর
হেডস্যার বাড়ি যাওয়ার জন্য বের হলেন। নান্টুকে স্কুলের মাঠে একাকী বসে থাকতে দেখে
জিজ্ঞাসা করলো, আরে তুমি! এখানে বসে কি করছো? বাড়ি যাও নি? নান্টু দাঁড়িয়ে বললো, স্যার আজকের ক্লাস আমার একটুও ভালো লাগেনি। তাই খুব খারাপ লাগছে। হেডস্যার
বললেন, কেন? কেউ তোমাকে বকেছে?
: না, না স্যার।
: তাহলে কেন?
: স্যার ক্লাসের কোনো ছাত্রই আমার সাথে কথা বলে না। আমি
তাদের কাছে গেলে তারা আসতাগফিরুল্লাহ বলে সটকে পড়ে।
: আচ্ছা, আগামীকাল তাদেরকে আমি বলে দিবো, তোমার সাথে যাতে এমন না করে।
পরদিন রবিন আগে আগেই ক্লাসে উপস্থিত হলো। দ্বিতীয় বেঞ্চে বসলো সে। ছাত্ররা কেউ তাকে কিছুই বললো না। প্রথম
ঘন্টায় হেডস্যার উপস্থিত হলেন। একে একে সবার হাজিরা ডাকার পর স্যার বললেন, তোমাদের সবার নামে একটা অভিযোগ এসেছে। তোমরা এতটা দুষ্টু প্রকৃতির হলে কবে
থেকে? ক্লাস ক্যাপ্টেন হাবিব দাঁড়িয়ে বললো, স্যার আমরা তো কোনো অপরাধ করি নি! কারো সাথে মারামারিও করি নি!! হেডস্যার
বললেন, বিষয়টা এমন নয়। ক্লাসে একজন নতুন ছাত্র এসেছে। আর
তোমরা তার সাথে কথা না বলে, তাকে সঙ্গ না দিয়ে এড়িয়ে চলছো কেন? ক্লাসের কেউই কোনো কথা বলছে না। সবাই চুপ করে মাথা নিচু করে বসে আছে। তখন
তাদের মধ্য থেকে একজন দাঁড়িয়ে বললো, স্যার আপনি আমাদের বলেছিলেন, কোনো হিন্দু বা বিধর্মী কারো সাথে কথা না বলতে। এ কথা শুনে নান্টু দাঁড়িয়ে
বললো, স্যার আমি তো মুসলমান। আমার আব্বু-আম্মুও মুসলমান।
ক্লাস ক্যাপ্টেন তখন বললো, তাহলে তোমার নাম নান্টু কেন? কখনো কি কোনো ভালো মুসলমানের নাম নান্টু হতে পারে? হেডস্যার তখন বললেন, নান্টু সে ঠিকই বলেছে। হাদীসে আমাদের নবী
সা. এরশাদ করেন, “তোমরা নামের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করো। কেননা কেয়ামতের দিন তোমাদের বাপ-দাদার নামসহ তোমাদের
ডাকা হবে। তাই তোমরা সুন্দর নাম রাখো।” এই কথা শুনে নান্টু বললো, স্যার আমার একটা ইসলামিক নাম রেখে দিন। স্যার তখন খুশি হয়ে তার নতুন নাম
রাখলেন, আব্দুল্লাহ মাহমুদ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন