পোস্টগুলি

এপ্রিল, ২০২২ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

সেই দিনটি বুধবার - হালিমাতুস সাদিয়া

ছবি
চারিদিকে কুঁয়াশা। ঝিরঝিরে ঠাণ্ডা হাওয়া। সপ্তাহের শেষের দিকের দিন আজ। আগামীকাল বৃহষ্পতিবার। আমি এখনো আজকের ভয়ঙ্কর অভিজ্ঞতাটা ভুলতে পারছি না। বিশ্বাস করতে খুবই কষ্ট হচ্ছে যে , আমি বেঁচে আছি। আমি তো জীবনের আশাই ছেড়ে দিয়েছিলাম। ঘটনাটা খুবই ভয়ঙ্কর ছিল। আমি এবং আমার কিছু বান্ধবী মিলে দুপুরবেলায় বাড়ির দক্ষিণ দিকের বাগানে হাঁটছিলাম। আমরা ছিলাম চারজন। আমি , সামিয়া , রিমা আর আয়েশা। আমাদের বাড়ির পাশের বাগানটি অনেক বড়। ছোটবেলায় অনেক ভুঁতুড়ে গল্প শুনেছি এই বাগান নিয়ে। এখানে নাকি একটা মানুষখেকো ব্যক্তি বাস করে। কেউ এই বাগানে প্রবেশ করলে সে তাকে ধরে আস্ত চিঁবিয়ে খায়। আমরা বাগানে হাঁটতে হাঁটতে কখন যে পথ হাঁরিয়ে ফেললাম , নিজেও খেয়াল করি নি। হঠাৎ নীড়ে ফেরা পাখিদের দেখে আমরা হুশে ফিরে আসলাম। হাতঘড়িতে তাকিয়ে দেখি সাড়ে পাঁচটা বাজে। রিমা বললো , চল আমরা বাড়ি ফিরে যাই। সকলেই রাজি হলাম। ফিরতি পথ ধরতেই বুঝতে পারলাম , আমরা পথ হারিয়ে ফেলেছি। রিমা আতঙ্কিত গলায় বললো , এই জায়গাটা তো একবারেই অচেনা লাগছে। এখন এখান থেকে বের হবো কিভাবে ? সামিয়া কাঁদো কাঁদো কণ্ঠে বললো , আমরা পথ হাঁরিয়ে ফেলেছি। এখন বের হবো কিভাবে

নীড়ে ফেরা - আহসানা ইসলাম তাজিয়া

ছবি
  ছোটবেলা থেকেই বেশ রাগী ছিলাম আমি। অন্যদের থেকে একটু বেশি ঝগড়াটেও ছিলাম আমি। যে কোনো সময় দুষ্টমি , হাসি-ঠাট্টা , খেলাধূলা ছিল আমার নিত্যদিনকার কাজ। ক্লাসে ভালো ছাত্রীও ছিলাম আমি। ক্লাস থ্রিতে থাকা অবস্থাতেই আমি যথেষ্ঠ দ্বীনি শিক্ষা পেয়েছিলাম পরিবারের নিকট হতে। বাবা-মা ধার্মিক হওয়ায় কখনো কোনো মারাত্বক অপরাধে জড়াই নি তখন। বাবা হাত ধরে ধরে ইসলামের নানান বিষয় শিক্ষা দিতেন। আমার বাবা-মা উভয়ই কুরআনে হাফেজ। ছোটবেলা থেকেই বাবা নামক বটবৃক্ষে নিজেকে সঁপে দেয়ার মধ্যে বেশ আনন্দ অনুভব করতাম আমি। বাবা কর্ম ব্যস্ততার কারণে প্রায় সময়ই গ্রামের বাহিরে বা জেলার বাহিরে থাকতেন। কাছে পেয়েছিলাম খুব কম। কিন্তু মা-ভাইয়া এবং আপু বাবার অনুপস্থিতিটা বুঝতে দেয় নি। বাবাকে খুব মনে মনে পড়তো। আমি রাগলে তিনি আমার রাগ ভাঙ্গাতেন। হাজারো-বায়না ধরতাম তার নিকট। এভাবেই আমার জীবনের চাকা ঘুরতে থাকে। অন্য দশটি মেয়ের মতো আমিও স্কুলে যেতাম। আমার নাম তাজিয়া। কিন্তু ক্লাসের অন্যরা আমাকে ব্যঙ্গ করে “তাজিয়া মিছিল” বলে ডাকতো। কারো নাম বিকৃতি করে ডাকাটা অনেক বড় অন্যায়। আল্লাহ সূরা হুজরাতের ১১ নং আয়াতে বলেন , “ হে ঈমানদারগণ! তোমর