মা - মীম আক্তার সামিয়া

 

নবীন দীপ্ত

এলাকায় একজন মহিলা ছিলেন খু্বই সৎ। তার একটি কুড়ে ঘর ছিল । তাতে তিনি আর তার মেয়ে থাকতেন। মেয়ের বয়স যখন সাত বা আট, তখন তার বাবা মারা যায়। তারপর থেকে মা-ই তার সবকিছু । মেয়ের যেভাবে থাকলে ভালো হবে, সেভাবেই তিনি রাখতেন । মেয়েটির নাম তামান্না। তার মা গাছ থেকে ফলমূল সংগ্রহ করতেনবন থেকে কাঠ কেঁটে বাজারে বিক্রি করতেন । এর উপার্জিত অর্থ দ্বারা তাদের জীবন চলতো । তামান্না যখন একটু বড় হলো, তখন তার মা কাছের একটি স্কুলে ভর্তি করিয়ে দেন । সেখানে সে পড়ালেখা করতো । এভাবেই তাদের দিন কাটতে লাগলো। যখন তামান্নার বয়স ১৫ বছর তখন একদিন তার মা খুব অসুস্থ হয়ে পড়েন। ডাক্তার দেখে বললেন, ভালোভাবে তোমার মায়ের সেবা-যত্ন করো । তার বাঁচার সম্ভাবনা খুব-ই ক্ষীণ। সেদিন এ কথা শুনে তামান্না কাঁদতে কাঁদতে অজ্ঞানই হয়ে গেল। তিনদিন নাগাত অজ্ঞান ছিল। তারা গরীব হওয়ায় এতোদিনে কেউ তাদের খোঁজ খবর নিতেও আসনি । তারপর তামান্না খানিকটা স্বাভাবিক হলে জান-প্রাণ দিয়ে তার মায়ের খেদমত করতে লাগলো। তারপরও বেশিদিন তিনি বাঁচলেন না । মৃত্যু তাকে আলিঙ্গন করলো।

সেদিন থেকে মেয়েটি একা হয়ে পড়ল । জীবনযুদ্ধে তার কোনো সঙ্গী নেই । অথৈ পৃথিবীতে খড়কুটোর মত ভেসে চলছে সে প্রতিনিয়ত। তার পড়ালেখা অধ্যায়ের ইতি হল। শুরু হলো জীবন সংগ্রামের নতুন অধ্যায়। 

একরাতে সে তার মা-বাবাকে স্বপ্ন দেখলো । তারা কল্পনাতীত সুন্দর একটি স্থানে বসে আছেন। তামান্নাকে দেখে তাঁর মা-বাবা খুশিতে তাকে জড়িয়ে ধরলেন। তারপর তাকে আদর করে জিজ্ঞাসা করলেন, কেমন আছো? তামান্না তার বাবা-মায়ের নিকট তার দুঃখের আদ্যোপান্ত বর্ণনা করলো।

তখন তার বাবা-মা তাকে বললেন, দুনিয়াতে কেউই চিরদিন সুখী থাকে না। আবার কেউই চিরদিন দুঃখী থাকে না। সবাইকেই আল্লাহ তা’আলা ভাগ্য পরিবর্তনের সুযোগ দেন । আর সেটা হয় চেষ্টার মাধ্যমে । এটা হলো দুনিয়ার সফলতাআর আখেরাতের সফলতা হলো নিজেকে আল্লাহর রাস্তায় সোপর্দ করা। আর আল্লাহর আদেশ-নিষেধ মেনে চলা। তাহলে তুমি দুনিয়া এবং আখেরাত , উভয় জায়গাতেই সফল হবে ।

জানালার কপাটে বাতাসের ঝাপটায় প্রচন্ড আওয়াজে তামান্নার ঘুম ভেঙ্গে গেল। অনুভূত হলো, এক অপার্থিব স্বর্গীয় সুখ এবং অনুভূতি তাকে আচ্ছন্ন করে রেখেছে। এটা কী আগাম সফলতার বার্তাবাহক! হয়তো সে সফল হবে। আজ নয়তো কাল। নিকটে অথবা ভবিষ্যতে।

শিক্ষার্থী, মারকাযুল ইসলাম মহিলা মাদ্রাসা

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

শৈশবের স্কুল জীবন - আবু তাহের ইসলাম

হারানো দিনের বন্ধুত্ব - সানজিদা হোসাইন