যেভাবে পাবেন নবীন দীপ্ত মাার্চ মাসের সংখ্যা

নবীন দীপ্ত
 আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। যিনি আমাদের সৃষ্টি করেছেন। আল্লাহর মেহেরবানিতে আমরা মার্চ মাসের সংখ্যা প্রকাশ করেছি। ৩২ পৃষ্ঠার এই ম্যাগাজিনটি নিশ্চয় আপনাদের আনন্দ দিবে। আপনার সন্তানের জন্য হবে সঠিক গাইডলাইন। 

আমাদের উদ্দেশ্য হলো, প্রথমত আল্লাহর সন্তুষ্টি, তারপর কলম সৈনিক তৈরি করা। যারা  ইসলামের জন্য কলম হাতে তুলে নিবে। কোনো কাফের ইসলাম নিয়ে কটুক্তি করলে বা আমার নবীকে নিয়ে গালি দিলে গর্জে উঠবে তার কলম। 

কলম চর্চার জন্য সর্বোত্তম উপায় হলো, নিজেকে লেখালেখির সাথে যুক্ত রাখা  এবং বেশি বেশি বই পড়া। সৈয়দ মুজতবা আলী(আল্লাহ তাকে জান্নাত নসীব করুন) র একটা কথা আছে। “বই কিনে কেউ দেউলিয়া হয় না।” আপনাকে বই পড়তে হবে অনেক বেশি। তাহলেই আপনি লিখতে পারবেন। অন্যথায় আপনার কলম লেখার ধাপ ধরতে পারবে না। 

আপনি এবং আপনার বন্ধু-বান্ধব লিখতে পারেন আমাদের নবীন দীপ্ত ম্যাগাজিনে। লেখা পাঠানোর ঠিকানা দুইভাবে রয়েছে। 

১. যদি আপনি চিঠিতে পাঠাতে চান--

প্রাপক, 

আব্দুর রহমান আল হাসান

৩০ সিদ্ধেশ্বরী লেন, রমনা, ঢাকা ১২১৭

01580579433

২. যদি ইমেইলে পাঠাতে চান---

nobeendipto@gmail.com

বিষয়; (লেখার বিষয়)

(তোমার লিখিত গল্প বা লেখা।)

তোমার নাম, স্কুল বা মাদ্রাসার নাম, পূর্ণাঙ্গ ঠিকানা এবং ফোন নম্বর

এভাবেই পাঠাতে পারো তোমার লেখাটি। পরবর্তী কোনো সংখ্যায় ছাপানো হবে তোমার লেখাটি। 

আর মার্চ মাসের সংখ্যা যেভাবে সংগ্রহ করবে--

প্রতিটি ম্যাগাজিনের মূল্য ১৫ টাকা। তুমি আমাদের কাছে তোমার ঠিকানা পাঠালে কুরিয়ার ভাইয়া তোমার নিকট গিয়ে ম্যাগাজিন দিয়ে আসবে। 

যদি ৩ টার কম যতটাই নাও---- ডেলিভারি চার্জ ২৫ টাকা (ঢাকার ভেতরে)। ৩৫ টাকা (ঢাকার বাহিরে)

যদি ৩ টার বেশি যতটাই নাও ----- ডেলিভারি চার্জ ৬০ টাকা(ঢাকার ভেতরে)। ১০০ টাকা (ঢাকার বাহিরে)

ডেলিভারি চার্জ দেখে ভয় পাওয়ার কারণ নেই। তুমি এবং তোমার বন্ধু-বান্ধব মিলে একত্রে অর্ডার করতে পারো। অর্ডার করার জন্য ফোন দাও এই নম্বরে, 01580579433

অথবা আমাদের ফেইসবুক পেইজে মেসেজ করতে পারো। নবীন দীপ্ত ফেইসবুক পেইজ দেখতে এখানে ক্লিক করো। 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

শৈশবের স্কুল জীবন - আবু তাহের ইসলাম

হারানো দিনের বন্ধুত্ব - সানজিদা হোসাইন

মা - মীম আক্তার সামিয়া