শৈশবের স্কুল জীবন - আবু তাহের ইসলাম
শৈশব কাল কতই না সুন্দর ছিল। ছিল না কোনো চিন্তা-ভাবনা , খাওয়া-দাওয়া , খেলাধূলা আর ঘুমানো। এ সময় সন্তানকে পিতা মাতা যা শিখায় সন্তান তাই শিখে। জীবনের প্রথম স্পর্শ মায়ের কাছ থেকে পাওয়া। ছোটবেলায় সন্তান যখন কান্না করে , মা ছাড়া কেউ তার কান্না থামাতে পারে না। কারণ পিতা-মাতা সন্তানকে যেভাবে আদর যত্ন দিয়ে ভালোবাসে তেমন করে পৃথিবীর কেউ আর আদর যত্ন দিয়ে ভালোবাসতে পারে না। পিতা-মাতার কাছে সন্তানের শিক্ষা বেশি প্রয়োজনীয়। পিতা-মাতা হাতে-কলমে সব শিক্ষা দিতে না পারলেও পিতা-মাতার শিক্ষা সন্তানের জন্য আদর্শ শিক্ষা। পিতা-মাতার কাছে সন্তান ভালো-মন্দ সব শিক্ষা পায়। কোনটা সঠিক আর কোনটা ভুল , কি করলে ভালো হবে আর কি করলে মন্দ হবে , সেসব শিক্ষাও পায়। শৈশবকাল সবার কাছে একরকম হয় না , কেউ পায় অবহেলা আবার কেউ পায় ভালোবাসা। আমি মা বাবার ভালোবাসা ও শাসন দুটোই পেয়েছি। বাবারা সন্তানের ভালোর জন্য সন্তানকে শাসন করে। সারাদিন যখন বালুতে খেলা করতাম , মা প্রথমে বকা দিত তারপর গোসল করিয়ে দিত। অনেক সময় মায়ের কোলে প্রসাব করে দিতাম। তবুও মা একটুও রাগ না করে আদর করতো। একদিকে দশ মাস দশ দিন গর্ভে...
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন