গাছের পাতা - মোসা. আমেনা হালিমা সাদিয়া
অনেকদিন আগের কথা। আমি আর আমার বন্ধু
আমার নানার বাড়ি গিয়েছিলাম। আমার নানার একটা মুরগী ছিল। আমি সেটাকে ধরতে গেলাম। তখন সেই মুরগীটি পালিয়ে গেল। এরপরে নানা বললেন, তুমি যেহেতু সর্বপ্রথম
মুরগি ধরেছো, তাই মুরগীটি ভয় পাচ্ছে। আমি এরপর দেখলাম ,মুরগীর পাশে একটা ছাগল
ভ্যাঁ ভ্যাঁ করছে। আমি নানাকে জিজ্ঞাসা করলাম, নানা! ছাগল কী খায় ?
নানা মুচকি হেসে বললেন, 'ছাগল কাঁঠাল পাতা খায়'।
কিছুদিন পর আমরা নানাবাড়ি থেকে চলে আসি। তখন আমি
আমার বড়বোনকে বললাম, আপু আমি আমার নানাবাড়িতে
দেখেছিলাম, ছাগল লতা-পাতা খায়। তখন আমার বন্ধু মীম বললো, তো কি হয়েছে ! আমার
ঘরেও তো ছাগল আছে। আমাদের ঘরে একটা বিড়ালও আছে । আমি তখন তাকে জিজ্ঞাসা করলাম,বিড়াল কী খায়?
মীম বললো,'বিড়াল কাঁটা, দুধ, মাছ খায়'।
একদিন আমি বাসার ছাদে গেলাম। দেখি আমার টবে ফুল ফুঁটেছে। তখন আমি একটি ফুল ছিঁড়ে নিলাম। মীম এটা দেখে আমাকে বললো, 'তুমি কি ফুলের সাথে
পাতাও ছিঁড়েছ' ?
আমি বললাম , 'হ্যাঁ'।
মীম তখন বললো, তুমি কি জানো না , গাছ পাতা ছিঁড়লে কষ্ট
পায় ?
আমি বললাম , 'আমি দুঃখিত । এটা আমার জানা ছিল না'। আচ্ছা গাছ পাতা ছিঁড়লে কষ্ট পায় কেন ?
মীম বললো, 'আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ,কেউ যদি গাছের পাতা অকারণে ছিঁড়ে, তাহলে গাছ কষ্ট পায়। তাই গাছের পাতা ছেঁড়া ঠিক নয়।
আমরাও কখনো গাছের পাতা ছিঁড়বো না।এতে গাছ ভীষণ কষ্ট
পায়।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন