সাগর এবং মানুষ - মোহাম্মদ সায়েম


সাগরে এক শিশুর জুতা হারিয়ে গেল। সাগরের তীরে শিশুটি লিখলঃ ''এই সাগর চোর"

তার নিকটেই এক ব্যক্তি মাছ শিকার করছিলেন। সেদিন তিনি অনেক মাছ শিকার করতে পেরেছিলেন। তিনি সাগর তীরে লিখলেনঃ "এই সাগরটি দানশীল"

একদিন এক যুবক সাগরে মৃত্যুবরণ করল। সন্তানহারা মা সাগরের তীরে লিখলেনঃ "এই সাগর হত্যাকারী "

এরপর জোয়ার আসে। সাগরের ঢেউ এসে তার তীরের সকল লেখা মুছে দেয়।

আপনি যতই চেষ্টা করেন, কিছু মানুষকে আপনি কখনোই সন্তুষ্ট করতে পারবেন না।

আপনি যদি তাদের  জন্য হাতের দশটি আঙুলকে মোম বানান, তাহলে তারা আপনাকে বলবে, আলো এমন নিভু নিভু কেন??

যদি আপনি তাদের জন্য পাহাড়ে সুঁই দিয়ে সুড়ঙ্গ খনন করেন, তাহলে তারা বলবে এত দেরি করলে কেন??

যদি আপনার চোখের পাপড়ি দিয়ে তাদের রাস্তা ঝাড়ু দিয়ে দেন, তাহলে তারা বলবে, তুমি এটা আরো ভালোভাবে করতে পারতে!!

ভাই! মানুষ এমনই, এমনই ছিল, ভবিষ্যতে এমনই থাকবে।

তাই সবাইকে সন্তুষ্ট করতে গিয়ে নিজেকে ক্লান্ত বানাবেন না। সকলকে সন্তুষ্ট করাটাকে নিজের লক্ষ্য বানাবেন না। আপনি এই লক্ষ্য পর্যন্ত কখনো পৌঁছাতে পারবনে না। জীবনের এই ক্ষেত্রে নবীগণও সফল হতে হননি। আপনি কীভাবে হবেন??

আপনার আশেপাশে তাকালে দেখতে পাবেন, অধিকাংশ মানুষ আল্লাহর প্রতি অসন্তুষ্ট।

তাহলে সেই মানুষ কীভাবে অন্য মানুষের প্রতি সন্তুষ্ট হবে??


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

শৈশবের স্কুল জীবন - আবু তাহের ইসলাম

হারানো দিনের বন্ধুত্ব - সানজিদা হোসাইন

মা - মীম আক্তার সামিয়া