রোদেলা বাদল
• আল আমীন চৌধুরী
আকাশ হতে লক্ষ ফোঁটা এলো বুঝি নেমে,
রোদের আলোয় বসুন্ধরা হাসছে থেমে থেমে।
ইলশেগুঁড়ি বৃষ্টি পড়ছে সাথে কোমল রোদ,
হৃদয় আমার উছলে উঠে জাগে কবির বোধ।
সবুজ ঘাসের হাসি দেখে মুগ্ধ হয়ে থাকি,
টিনের চালের ছন্দে গাইছে দোয়েল পাখি।
নদীর বুকে লাফিয়ে মাছেরা জানায় খুশির কথা,
গাছগুলো তাই বড্ড খুশি জড়িয়ে ধরছে লতা।
ছেলেরা আজ খেলছে বল বৃষ্টিভেজা মাঠে,
অনেকে আবার করছে গোসল আনন্দে মেতে উঠে।
মেয়েরা ঘরে করছে গল্প কেউ বা বুনছে কাঁথা,
জানালা দিয়ে মারছে উঁকি শহুরে মেয়েদের মাথা।
হৃদয়তন্ত্রে ভর করেছে হাজারো উথলা সুর,
চিত্তে আমার জাগায় আবেগ বর্ষার ধ্বনি সুমধুর।
ভাবো দেখি এত মধুর সৃষ্টি যদি হয়,
স্রষ্টা তবে কত নিপুন কত মহিমাময়।।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন