এমন একটি সমাজ চাই
- ইয়াছিন নিজামী ইয়ামিন
আমরা সকলেই এমন একটা সমাজ চাই, যেখানে আমাদের পরিবার প্রয়োজন, সন্তান সন্তুতি এবং কষ্ঠেরার্জিত সম্পদ নিয়ে শঙ্কায় থাকতে হবে না। এমনটা আশা করা কোনো কল্পনাবিলাস নয়। কেননা আমাদের পূর্বের ইতিহাস দেখলে তা স্পষ্ট হবে। আমাদের পিছনে রেখে আসা দিনগুলোতে তা ছিল প্রতিদিনকার সত্য। হযরত উমর ফারুক রা. যখন খলিফা তখন মুসলিম রাজ্যের সীমানা ছিল তেইশ লক্ষ বর্গকিলোমিটার। এতো বড় রাজ্যের অধিপতি ছিলেন তিনি । একবার তৎকালীন যুগের পরাশক্তি রোমের এক রাষ্টদূত এলো মদীনায়। একজনকে জিজ্ঞাসা করলো। তোমাদের রাষ্ট্রপতির বাসভবন কোথায়? সে ব্যক্তি বললো,আামাদের রাষ্ট্রপতি উমর, তার বাসভবন নেই। যদি তার কাছে কোনো কাজে এসে থাকেন, তাহলে এই পথ দিয়ে সামনে যেয়ে খুজুন, হয়তো পেয়ে যাবেন। কিছুক্ষণ পূর্বেই তিনি এ পথ দিয়ে গিয়েছেন। তারপর এই রাষ্ট্রদূত পথ ধরে কিছুদূর গিয়ে দেখলেন যে, একটি গাছের ছায়ায় একজন লোক লোক উদোম মাটিতে শুয়ে নিশ্চিন্তে ঘুমুচ্ছেন। পরে রাষ্ট্রদূত খোঁজ নিয়ে জানতে পারলেন, ইনিই রাষ্ট্রদূত। সে ভীষণ অবাক হলো যে, যার নাম শুনে শক্তিধর সাম্রাজ্যগুলো ভয়ে থরথর করে কেঁপে উঠে, তিনি এই গাছের নিচে কোনো প্রকার পাহারা, কোনো প্রতিরক্ষা ব্যবস্থা, কোনো নিরাপত্তাকর্মী ছাড়াই এই ছায়ায় নিশ্চিন্তে ঘুমুচ্ছেন। কিন্তু আজ কি এমন কোনো ক্ষমতাশীল রাষ্ট্রপতি আছে যে, এরকম গাছের ছায়ায় নিশ্চিন্তে ঘুমাবে। এটা শুধু ইসলামী সাম্রাজ্যেই তৈরী হওয়া সম্ভব। যার অন্তরে থাকবে সদা প্রজাদের প্রতি ভালোবাসা সৌহর্দ্য, মমতা। আর প্রজারাও তাদের নেতাকে মন থেকে করবে ভক্তি, শ্রদ্ধা, সম্মান।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন