মুহব্বত কাকে বলে ? - মোহাম্মাদ সায়েম
একবার এক হাকিমকে জিজ্ঞাসা করা হলো, যারা মুহব্বতের কথা বলে এবং যারা বলে না, তাদের মাঝে পার্থক্য কি ?
হাকিম তাদের বললেন, তোমরা অচিরেই তা দেখতে পাবে। এরপর একদিন হাকিম তাদের একটা
ওলিমায় দাওয়াত দিলেন।
প্রথমত তাদের দিয়ে শুরু করলেন যারা মুখ দিয়ে
কখনো মুহব্বতের কথা বলেনি, এবং যাদের অন্তরেও
মুহাব্বতের ছিটাফোঁটাও নেই। অতঃপর স্যূপ নিয়ে এসে তাদের পাত্রে ঢাললেন এবং সকলকে
দিলেন এক মিটার লম্বা চামচ। সেই সাথে তাদের শর্ত দিয়ে দিলেন যে, এই লম্বা চামচ দিয়ে খেতে হবে। তারা অনেক চেষ্টা করলো কিন্তু
কেউই মাটিতে ফেলা ছাড়া স্যূপ মুখে দিতে পারল না। তারা সেদিন ক্ষুধার্তই রয়ে গেল।
এরপর হাকিম বললেন, এবার দেখ।
তখন এক-ই
দস্তরখানে তাদের ডাকলেন যারা তাদের অন্তরে মুহব্বতকে ধারণ করতো। তাদেরকেও সেই
আশ্চর্যজনক চামচ দিলেন। তারা সকলেই চামচ ভর্তি স্যুপ নিয়ে তার পাশের জনকে এগিয়ে
দিল। এভাবে তারা সকলেই তৃপ্ত হলেন। তখন হাকিম সাহেব দাঁড়িয়ে সভার সকলের উদ্দেশ্যে
তার হিকমতের একটি কথা বললেন, "জীবন দস্তরখানে যে শুধু
নিজেই তৃপ্ত হওয়ার চিন্তা করে সে ক্ষুধার্তই রয়ে যায়। আর যে তার ভাইকেও তৃপ্ত করার
চিন্তা করে তারা উভয়েই তৃপ্ত হয়"
মুহব্বত কোন শব্দ দ্বারা পরিমাপ করা যায় না। এটা
হলো অন্তরের গভীর এক অনুভূতি। এই মুহব্বতই একে অপরকে হাদিয়া দেয়া, রক্ষা করা, নিকটে আসা এবং
অপরের প্রতি গুরুত্ব দেয়ার প্রতি উদ্বুদ্ধ করে।
সুতরাং যে প্রকৃত অর্থেই অন্যকে ভালোবাসে, সে মুহব্বতের সাথে কথা বলে।
উত্তম হলো যে, আপনি আপনার প্রিয়জনের সাথে সুন্দর ব্যবহার করবেন। ভালোভাবে কথা বলবেন
।
মুহব্বতের উষ্ণ কথাগুলোই তো আপনার ভিতরকার
অনুভূতির প্রতিফলন ।
আপনার ঘনিষ্ঠ ব্যক্তিটি তার বিপদের সময় সর্বোচ্চ
যেটা চায় তা হলো, তখন আপনি আপনার
মুহব্বতের হাত বাড়িয়ে দিয়ে তাকে রক্ষা করবেন।
আরবীতে উহিব্বুকা শুধু চারটি শব্দই নয় যা মানুষ
জিহবা দিয়ে বলে। বরং এটা হলো এমন কিছু অনূভুতি যা অন্তরে জমা থাকে সেই সাথে অপরের
অন্তরকেও পরিপূর্ণ করে দেয়। "উহিব্বুকা"
অর্থাৎ আমি হব তোমার ডানা যখন পৃথিবী তোমার জন্য সংকীর্ণ হয়ে যাবে।
আমি হব তোমার কাঁধ যখন বিভিন্ন চিন্তাভাবনা তোমার ক্রন্দনকে ভারী করে দিবে।
আমি হব তোমার এমন স্বদেশ, তুমি তোমার পরিচয় হারিয়ে ফেললেও যা তোমাকে
অস্বীকার করবে না।
আমি হব তোমার ছায়া যখন দুঃখের সূর্য তোমার
উপর উদিত হবে।
"উহিব্বুকা" অর্থাৎ তোমার অন্তরের কথা তুমি বলা ব্যতীতই
আমার কাছে পৌঁছে যাবে। তুমি পড়ে যাওয়ার
পূর্বেই আমার হাত সর্বদা তোমাকে রক্ষা করতে সচেষ্ট হবে।
আর যদি তুমি ব্যর্থ হয়ে পড়েও যাও তারপরও আমার
হাত সর্বপ্রথম তোমার দিকে বাড়িয়ে দিব, যাতে তুমি উঠে দাঁড়াতে সক্ষম হও।
"উহিব্বুকা" অর্থাৎ তোমার ভালো থাকাটাই আমার লক্ষ্য, তোমার হাসিটাই আমার উপহার।
"উহিব্বুকা" অর্থাৎ তোমার দুঃখে আমি অংশীদার হবো যেভাবে
আমি তোমার সুখে অংশীদার ছিলাম।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন