আম - ফাতিমা উম্মে হাবিবা

 


আম আমি খাই ,

মামা বাড়ি যাই ।

মামার বাড়ি যেয়ে,

আম খাই গান গেয়ে

মামা বললেন আম খাবা ,

মামনি বললেন আম নিবা ?

আমি বললাম আম খাব,

সবার জন্য আম নিবো

মামা দিলেন আম ,

সাথে দিলেন কালো-জাম

আমগুলো খুবই মিষ্টি ,

আমের দিকে তাকিয়ে থাকে শুধুই দৃষ্টি ।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

শৈশবের স্কুল জীবন - আবু তাহের ইসলাম

হারানো দিনের বন্ধুত্ব - সানজিদা হোসাইন

মা - মীম আক্তার সামিয়া