আজ মুসলিম উম্মাহ কার খোঁজে?

আজ মুসলিম উম্মাহ কার খোঁজে?

  • রুহুল আমীন

আজ সারা বিশ্বে মুসলিম উম্মাহ নিপীড়িত, নির্যাতিত,নিগৃহিত। মুসলিম উম্মাহর প্রতিটি জনপদ তাদের-ই রক্তে রঞ্জিত। প্রতিটি মুসলিম উম্মাহর জনপদ থেকে ভেসে আসে আর্তনাদ ও আত্মচিৎকার। মুসলিম উম্মাহর প্রতিটি প্রাণ হিংস্র জানোয়ারদের ভয়ে শঙ্কিত। এহেন মুহূর্তে নেই কোনো রাহবার। প্রতিদিন সূর্যদয় এর সাথে সাথে ক্ষীণ হয়ে আসে তাদের প্রাণ। তারা আকাশপানে তাকিয়ে থাকে এতুটুকু সাহায্যের আশায়। তাদের মুখ থেকে অজান্তেই বেরিয়ে আসে, আমাদের মাঝে কবে সেই ছেলে হবে, যে আমাদের এই বিভিষিকাময় নির্যাতন থেকে উদ্ধার করবে। যে আসবে সিন্ধু বিজেতা মুহাম্মাদ বিন কাসেমের ন্যায়। যে এসেছিল মায়ের কোমল কোল থেকে,এরাবিয়ান ঘোড়ায় চড়ে। এক মুসলিম বোনের আত্মচিৎকারে পুরো সিন্ধু জয় করেছিলেন তিনি। যে আসবে স্পেন বিজেতা তারেক বিন যিয়াদের মতো, উত্তাল সমুদ্র পাড়ি দিয়ে। যার আল্লাহু আকবার ধ্বনিতে কেঁপে উঠেছিল রডারিক বাহিনীর আত্মা। যিনি পবিত্র করেছিলেন স্পেনের ভূমিকে।

যে আসবে প্রাচ্য বিজেতা কুবাই বিন মুসলিমের ন্যায়। যে এসেছিল বসরা থেকে কাফের অমুসলিমদের আল্লাহর বিধি-বিধান শিক্ষা দিতে। যার অগ্নিঝড়া বক্তব্যে শত শত, হাজারো-হাজারো মুসলিম উদ্ভুদ্ধ হয়েছিল জিহাদের ময়দানে যোগ দিতে। যার তরবারীর সম্মুখে লুটিয়ে পড়েছিল বাতিলের ঝান্ডা। সেই বীর সন্তানের উত্তরসূরিরা এখন কোথায়? 

তারা কবে আসবে আমাদের এই নির্যাতিত ভূমি থেকে উদ্ধার করতে......................

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

শৈশবের স্কুল জীবন - আবু তাহের ইসলাম

হারানো দিনের বন্ধুত্ব - সানজিদা হোসাইন

মা - মীম আক্তার সামিয়া