আমাদের সম্পর্কে

 বাংলাদেশ একটি মুসলিম দেশ। এ দেশের শতকরা ৭৫% মুসলমান। তারা ইসলামকে মানে। দ্বীনকে মানে। তাদের প্রতিটি কাজেই ইসলামের প্রতি আনুগত্য প্রকাশ পায়। তারা যেমনিভাবে একে অপরকে সাহায্য সহায়তা করে ঠিক তেমনিভাবে ধর্মীয় আচার-অনুষ্ঠানেও একে অপরের সাথে থাকে।দুই ঈদ, রমজান, হজ্জ্বের মৌসুমে আমাদের মধ্যে ইবাদাতের একটি আমেজ থাকে  আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি। প্রতিটি কাজেই তার নিকট সাহায্য চাই। 

নবীন দীপ্ত ( নদী )

গত ২৭শে জুন ২০২১ অনেক স্বপ্ন এবং আশা আকাঙ্ক্ষা নিয়ে নবীন দীপ্ত এর পথচলা। 

এটা মূল তারিখ নয়। বিস্তারিত জানতে পড়ুন নবীন দীপ্ত 'নদী'র পূর্বকথা

এটি একটি দ্বি-মাসিক পত্রিকা। আমাদের ইচ্ছা রয়েছে অদূর ভবিষ্যতে আমরা মাসিক হিসেবে প্রকাশ করবো।

এতে কি কি থাকবে ?

  • কোরআন এর আলো এবং হাদীসের আলো
  • গল্প
  • ছোটগল্প
  • উপন্যাস
  • সায়েন্স ফিকশন
  • কলাম
  • প্রবন্ধ 
  • ফিচার
  • বিজ্ঞানের টুকিটাকি
  • বিজ্ঞান
  • কৌতুক
  • আত্মোন্নয়ন
  • কবিতা
  • ছড়া
  • ইতিহাস
  • কেমন ছিলেন তারা (এতে মুসলিম ঐতিহাসিক মনিষীদের জীবনী আসবে)
  • ভ্রমণ কাহিনী
  • দিনলিপি
  • বুক রিভিউ

(ইনশাআল্লাহ অদূর ভবিষ্যতে আরো অনেক বিভাগ চালু হবে)

আপনার লেখাগুলো ৫০০ বা ১০০০ শব্দের বেশি হতে হবে। এতে ভয় পাওয়ার কিছু নেই। আমরা কখনো লেখার সময় শব্দ গণনা করি না। তাই ৫০০ বা ১০০০ শব্দ শুনলে ভাবি , কি না কি লিখে ফেলেছে। আসলে আপনি যদি বড় একটি বাংলা খাতায় কোনো গল্প বা প্রবন্ধ লিখেন , সেখানে তিন চার পৃষ্ঠা লিখলেই ৫০০ শব্দ হয়ে যায়। তাই এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই।

কিভাবে লেখা পাঠাবো ?

বর্তমান এ বাংলাদেশে যত ম্যাগাজিন রয়েছে , তাতে লেখা পাঠানো এবং লেখাটি প্রত্রিকায় প্রকাশ হওয়া অনেক কঠিন । এই দিক থেকে আমাদের নবীন দীপ্ত পত্রিকায় খুব সহজ কিছু সিস্টেম করা হয়েছে। যেহেতু যুগ এখন আধুনিক। সবাই মোবাইল , কম্পিউটার ব্যবহার করে। সেই কারণেই আমাদের সিদ্ধান্ত হলো , লেখা আপাতত ই-মেইলেই পাঠানো উত্তম হয় । তবে কেউ যদি মেইল করতে না পারে , তাহলে সে আমাদের ফেইসবুক পেইজে লেখা পাঠালেও হবে। 

১. যদি আপনি চিঠিতে পাঠাতে চান--

প্রাপক, 

আব্দুর রহমান আল হাসান

৩০ সিদ্ধেশ্বরী লেন, রমনা, ঢাকা ১২১৭

01580579433

২. যদি ইমেইলে পাঠাতে চান---

nobeendipto@gmail.com

বিষয়; (লেখার বিষয়)

(তোমার লিখিত গল্প বা লেখা।)

তোমার নাম, স্কুল বা মাদ্রাসার নাম, পূর্ণাঙ্গ ঠিকানা এবং ফোন নম্বর

এভাবেই পাঠাতে পারো তোমার লেখাটি। পরবর্তী কোনো সংখ্যায় ছাপানো হবে তোমার লেখাটি। 

আমাদের ফেইসবুক পেইজ ,

https://www.facebook.com/Nobeen-Dipto-নবীন-দীপ্ত-108289718175881/


উপরোক্ত দুটি মাধ্যমেই আপনি লেখা পাঠাতে পারেন।

দ্বি-মাসিক নবীন দীপ্ত 'নদী'এর সাথে সংশ্লিষ্ট ব্যাক্তিবর্গ।

* ইয়াছিন নিজামী ইয়ামিন। সম্পাদক নবীন দীপ্ত।

* হোসাইন মোহাম্মদ। সহকারী সম্পাদক।

* সালমান ইউসুফ। সহযোগী সম্পাদক নবীন দীপ্ত।

* আব্দুর রহমান আল হাসান। নির্বাহী সম্পাদক নবীন দীপ্ত।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

স্মৃতির পাতা - সানজিদা হোসাইন

হারানো দিনের বন্ধুত্ব - সানজিদা হোসাইন

মায়াবী নদী - স্বপ্না ফাতেমা